শ্রীনিত্যানন্দের সংকীর্তন-মল্লবেশ—
পরম মোহন সংকীর্তন-মল্ল-বেশ।দেখিতে সুকৃতি পায় আনন্দ বিশেষ।
সুকৃতিসম্পন্ন জনগণ শ্রীনিত্যানন্দ প্রভুকে সঙ্কীর্তনে প্রধান উদ্যোগী দেখিয়া বিশেষ আনন্দ লাভ করেন।