সর্বযজ্ঞময় এই বিগ্রহ তোমার।
অবিদ্যা বন্ধন খণ্ডে’ স্মরণে যাঁহার।
শ্রীনিত্যানন্দ প্রভুকে শ্রীঅদ্বৈতপ্রভু স্তব করিবার মুখে বলিলেন—“তুমি পতিত-পাবন—দীন জগতের দোষ দর্শন কর না। অত্যন্ত পুণ্যবান্ ব্যক্তি ব্যতীত অন্য কেহ তোমাকে বুঝিতে পারে না। তুমি—“সর্বজ্ঞ-কলেবর; তোমার স্মরণে অবিদ্যা বন্ধন খণ্ডিত হয।’’