নিত্যানন্দ-প্রভুবর-মহিমা অপার।
বণিক্ অধম মূর্খ যে কৈল নিস্তার।
সুবৰ্ণবণিক্কুল স্বভাবতঃ অশিক্ষিত, মূর্খ ও সর্বদা জড়ীয় কনকচিন্তা-রত থাকায় কলুষিতচিত্ত ছিলেন। শ্রীনিত্যানন্দ প্রভু তাঁহার প্রকটকালের যাবতীয় বণিক্কুলকে উদ্ধার করিয়াছিলেন। পরবর্তি -সময়ে নিত্যানন্দবিরোধী ঐ বণিক্কুলেই উদ্ভূত কোন কোন ভক্তব্ৰুব হরিবিমুখ হইয়া পড়িয়াছেন ও পড়িতেছেন।