সপ্তগ্রামস্থ তদানীন্তন বণিকুলের প্রতি পতিতপাবন নিত্যানন্দের অহৈতুক-কৃপা—
সপ্তগ্রাম সব বণিকের ঘরে ঘরে। আপনে নিতাইচাঁদ কীর্তনে বিহরে।