নিত্যসিদ্ধ নিত্যানন্দ-ভৃত্য উদ্ধারণের কৃপায় বণিক্কুলের উদ্ধার—
যতেক বণিক্-কুল উদ্ধারণ হৈতে।
পবিত্র হইল, দ্বিধা নাহিক ইহাতে।
শ্রীউদ্ধারণ ঠাকুর সুবর্ণবণিক্কুলে প্রকটিত হইয়াছিলেন। সামাজিক বিচার-মতে ঐ কুল ‘অবর-কুল’-নামে প্রসিদ্ধ। অবর কূলে আবির্ভূত হইয়া তিনি শ্রীনিত্যানন্দের কৃপাপাত্র ছিলেন। তাঁহার আদর্শে যাবতীয় অবরকুলোদ্ভূত জনগণ স্ব-স্ব-বর্ণাভিমানের অধমতা পরিত্যাগ করিতে সমর্থ হইয়াছেন—ইহাতে আর কোন সন্দেহ নাই। কালেয়োর, ভাঙ্গারী প্রভৃতি অবর বৈশ্যজাতিগুলিও হরিভজন-পরায়ণ হইয়াছিলেন।