দুই তিন দিন মঞ্জি’ জলের ভিতরে।
থাকেন, কখনো দুঃখ না হয় শরীরে।
জলচর অনুক্ষণ জলে থাকে, স্থলচর জীব তথায় অধিকক্ষণ থাকিতে অসমর্থ; কিন্তু শ্রীচৈতন্যদাস জলে প্রস্তরাদির ন্যায় অনেক দিন থাকিয়াও কোন অসুবিধা বোধ করিতেন না। তিনি চেতনের বৈলক্ষণ্য প্রকাশ করিতেন না।