ইঙ্গিতে সে সব ভাব নিত্যানন্দরায়। দিলেন সকল প্রিয়গণেরে কৃপায়।
ব্রহ্মাদি আধিকারিকদেবগণ গোপীগণের কৃষ্ণানুশীলন বুঝিয়া উঠিতে পারেন না। শ্রীনিত্যানন্দপ্রভু ইঙ্গিতমাত্রে নিজ ভৃত্যগণকে অনুগ্রহপূর্বক ব্রহ্মাদি-দুর্লভ গোপীর অনুরাগ প্রদান করিলেন।