নিত্যানন্দ-পার্ষদগণের নিত্যানন্দ-কৃপায় অকৃত্রিম কৃষ্ণভাবের পরিচয়—
সত্য কৃষ্ণ-ভাব হয় যাঁহার শরীরে।অগ্নি-সর্প ব্যাঘ্র তারে লঙ্ঘিতে না পারে।
সর্প, ব্যাঘ্র প্রভৃতি কৃষ্ণপ্রেমোন্মত্ত জনগণকে আক্রমণ করে না, অগ্নি তাহাদিগকে দহন করে না।