হেন জন পাসরিল সব হিংসাধর্ম।
ইহারে সে বলি—‘কৃষ্ণ’-আবেশের কর্ম।
এঁড়িয়াদহের কাজী বড়ই দুর্দান্ত ছিলেন। যে সকল ব্যক্তি তাঁহার সম্মান বা সন্ধান না রাখিতেন, কাজী সুবিধা পাইলেই তাঁহাদের জাতি নাশ করিতেন। এইরূপ শ্রেণীর লোকের হিংসাধর্মও শ্রীগদাধর দাস, দূরীভূত করাইয়াছিলেন। সুতরাং তিনি কৃষ্ণাবেশ-লীলাই প্রকাশ করিয়াছিলেন।