পরদিবস কাজীর ‘হরি’ বলিবার প্রতিশ্রুতি—
হাসি বলে কাজী,—“শুন দাস গদাধর!
কালি বলিবাঙ “হরি”, আজি যাহ ঘর।”
যদিও ধর্মবিরোধী কাজী মহা-হিংস্রক ছিলেন, তথাপি গদাধরের সরলতা দেখিয়া তাঁহার হাস্যের উদয় হইল।তিনি রহস্যমুখে বলিলেন—“আগামী কল্য আমি তোমার কথামত ‘হরি’ বলিব, অদ্য তুমি স্বগৃহে গমন কর।’’ ইহাতে গদাধরদাসের কাজীমুখে হরিনাম শুনিয়া বিশেষ আনন্দ হইল।