গদাধরদাসের গ্রামে দুর্দান্ত ও কীর্তন-বিদ্বেষী কাজীর বাস—
সেই গ্রামে কাজী আছে পরম দূর্বার। কীর্তনের প্রতি দ্বেষ করয়ে অপার।
এঁড়িয়াদহ-গ্রামে ধর্মের অত্যন্ত বিরোধী প্রবল পরাক্রান্ত জনৈক কাজী সর্বদা হরিসংকীর্তনের বিদ্বেষ করিতেন।