হস্তিসম জন না খাইলে তিন দিন। চলিতে না পারে, দেহ হয় অতি ক্ষীণ।
হস্তিসদৃশ বলশালী মানব তিনদিন উপবাস করিলে চলচছক্তিরহিত হয় এবং তাহার দেহও ক্ষীণ হইয়া পড়ে।