দানখণ্ডলীলা-শ্রবণে শ্রীনিত্যানন্দের নৃত্য ও প্রেমভক্তির বিকার—
দানখণ্ড-লীলা শুনি’ নিত্যানন্দরায়। যে নৃত্য করেন, তাহা বর্ণন না যায়।