শ্রীনিত্যানন্দপ্রভুর শ্রীমাধবানন্দের দানখণ্ড-গান-শ্রবণ ও ভাবাবেশ—
দানখণ্ড গায়েন মাধব্বানন্দ ঘোষ। শুনি’ অবধূত-সিংহ পরম সন্তোষ।
দানখণ্ড-গান—কৃষ্ণের দানলীলা; ‘দানকেলী-কৌমুদী’—বর্ণিত ব্যাপার বিষয়ক গান।