কারেও বা বান্ধিয়া রাখেন নিজ-পাশে।
মারেন বান্ধেন—তবু অট্ট অট্ট হাসে।
বালকগণের সহিত অবাধভাবে শ্রীনিত্যানন্দ প্রভু নিজস্নেহ বিতরণ করিতেন। কখনও তাহাদিগকে ভোজন করাইতেন, কখনও বা তাহাদিগকে চাপল্য হইতে নিবৃত্তি করিবার জন্য বন্ধন করিবার লীলা প্রদর্শন করিতেন। তাঁহাদের ব্যবহারে সকলেই সন্তুষ্ট ছিলেন। বালকগণ তাঁহাকে ‘বলদেব’ জানিয়া আপনাদিগকে শ্রীদামাদির অনুগত গোপ-বালক বলিয়া বিচার করিতেন।