অনুক্ষণ সংকীর্তন-প্রচারে প্রমত্ত নিত্যানন্দ—
কি ভোজনে, কি শয়নে, কিবা পর্যটনে।
ক্ষণেক না যায় ব্যর্থ সংকীর্তন বিনে।
শ্রীনিত্যানন্দ প্রভু ভোজনকালে, শয়নকালে, ভ্রমণ কালে, সকল সময়েই শ্রীগৌরহরির কথা কীর্তন করিতেন। তাঁহার বাক্যাবলীতে কৃষ্ণ ব্যতীত অন্য কোন কথার অধিষ্ঠান ছিল না। প্রত্যেক আনুষ্ঠানিক কৃত্যে হরিকীর্তন সংশ্লিষ্ট ছিল। তজ্জন্যই শ্রীজীবগোস্বামী প্রভু শ্রীকৃষ্ণচৈতন্যদেবের শিক্ষাপ্রচার বর্ণন করিতে গিয়া নিত্যানন্দের কথা শ্রীমদ্ভাগবতের ৭ম স্কন্ধ-টীকায় ও ভক্তি-সন্দর্ভে লিপিবদ্ধ করিয়াছেন—“যদ্যপ্যন্যা ভক্তিঃ কলৌ কর্তব্যা তদা কীর্তনাখ্যভক্তিসংযোগনৈব কর্তব্যা।