দরশন-মাত্র সর্বজীব মুগ্ধ হয়।
নামতত্ত্ব দুই—নিত্যানন্দ-রসময়।
শ্রীনিত্যানন্দ প্রভু সাক্ষাৎ স্বয়ংপ্রকাশ তত্ত্ব। ভগবানের নাম ও ভগবদ্বস্তু—এই উভয় ব্যাপার মিলিত হইয়া রসময় নিত্যানন্দের স্বয়ং প্রকাশত্ব প্রদর্শন করিয়াছিল। শ্রীনিত্যানন্দ প্রভু ও শ্রীনিত্যানন্দ-নাম—এই দুই অপ্রাকৃত আস্বাদনীয় রসময় বস্তু, ইহা নিত্যানন্দকৃপায় জীবের জানিবার ব্যাঘাত হয় নাই।