বলদেবাভিন্নবিগ্রহ নিত্যানন্দের পার্ষদ গোপালগণের শিঙ্গা-বেত্রাদি ধারণ—
নিরবধি সেই লৌহদণ্ড শোভে করে। মুষল ধরিলা যেন প্রভু হলধরে।