ভাগবত-বর্ণিত গোপিকাগণের প্রেম নিত্যানন্দের কৃপায়জগতের ভাগ্যে লভ্য—
যে ভক্তি গোপিকা-গণের কহে ভাগবতে। নিত্যানন্দ হইতে তাহা পাইল জগতে।