নিত্যানন্দস্বরূপের প্রেম-দৃষ্টিপাতে।
সবার হইল আত্মবিস্মৃতি দেহেতে।
শ্রীনিত্যানন্দপ্রভুর প্রেমদর্শনে সকলে বহির্জগৎ বিস্মৃত হইয়া শ্রীগৌরসুন্দরের নীলাচল হইতে আগমন ও দোনার গন্ধে দিকসমূহ আমোদিত হইয়াছে, উপলব্ধি করিলেন। দক্ষিণদেশে দমনক-পুষ্প প্রচুর পরিমাণে সুগন্ধ-লাভের জন্য ব্যবহৃত হয়। উহা দেখিতে ঝাউপাতার ন্যায়, কিন্তু অত্যন্ত কোমল। জাগতিক বিস্মৃতি না হইলে অলৌকিক সেবা সৌন্দর্যে উপনীত হওয়ার সম্ভাবনা নাই।