আর একটী ঐশ্বর্যপ্রকাশ—দশদিক্ দমনকপুষ্পের গন্ধেআমোদিত—
আর মহা-আশ্চর্য হইল কতক্ষণে। অপূর্ব দনার গন্ধ পায় সবর্জনে।
দনা বা দোনা—দমনকপুষ্প (artimisea indica)।