রাঘবের কদম্বের ফুলে মালা-রচনা ও নিত্যানন্দ-গলে প্রদান—
আপনা’ সম্বরি’ মালা গাঁথিয়া সত্বরে।
আনিলেন নিত্যানন্দপ্রভুর গোচরে।
শ্রীনিত্যানন্দের আজ্ঞায় নেবু-গাছে কদম্ব ফুল পাইয়া তদ্দ্বারা মালা গাঁথিয়া নিত্যানন্দ প্রভুকে দিলেন। তৎকালে কদম্বফুলের উদ্গম সম্ভাবনা ছিল না। বর্ষার প্রারম্ভে আষাঢ় মাসে কদম্বফুল ফুটিতে দেখা যায়। কিন্তু উহা সেই সময় নহে। বিশেষতঃ নেবু গাছে কদম্বের ফুল বাহ্যদর্শনে অসম্ভব হইলেও প্রকৃতির অতীত লীলায় তাহা কোন মতেই অসম্ভব নহে। অপ্রাকৃতরাজ্যে যাঁহাদের অনুভূতি, তাঁহারা বহির্জগতের কুতর্কের মধ্যে প্রবেশ করেন না। সেবোম্মুখ চিত্তই জীবকে ভোগময় জড়রাজ্যের ভোক্তৃ-অভিমান স্তব্ধ করিয়া ভক্তিরাজ্যে প্রবেশ করায়। তখন ‘অস্মিতা’ কেবল জাগতিক সম্বন্ধ আবদ্ধ থাকে না।