নিত্যানন্দের অবিলম্বে কদম্বের মালা আনয়নার্থরাঘবপণ্ডিতকে আদেশ—
আজ্ঞা করিলেন, “শুন রাঘবপণ্ডিত। কদম্বের মালা ঝাট আনই ত্বরিত।