আপনে শ্রীগৌরচন্দ্র বলে বার বার।“এ শরীর বাসুদেব দত্তের আমার।
শ্রীগৌরসুন্দর আপনাকে শ্রীবাসুদেব ঠাকুরের নিকট বিক্রীত বলিয়া জ্ঞান করিতেন অর্থাৎ আপনাকে বাসুদেবের সম্পত্তি বলিয়া বিবেচনা করিতেন।