পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ-কীর্তনীয়া মাধবঘোষ—
সুকৃতি মাধবঘোষ—কীর্তনে তৎপর।
হেন কীর্তনীয়া নাহি পৃথিবী-ভিতর।
শ্রীমাধব, বাসুদেব ও গোবিন্দ ঘোষেরা সকলেই কীর্তন তৎপর ছিলেন। পার্থিব কীর্তনীয়াগণ যেরূপ জড়বিচারপর হন, ইঁহাদের তদ্রূপ বিচার ছিল না। তজ্জন্যই ইঁহারা “বৃন্দাবনের গায়ক” বলিয়া অভিহিত হইতেন। প্রাকৃত বিচার সম্পূর্ণ নষ্ট হইলে হরিসেবা-প্রবৃত্তি বৃদ্ধিলাভ করে। বিশেষতঃ মাধব, বাসুদেব ও গোবিন্দ——ইঁহারা ব্রজের মধুররসের আশ্রয়-বিগ্রহের কায়ব্যূহ।