সকলেই দেহধর্ম বিস্মৃত ও পরানন্দসুখে মগ্ন—
যত দেহ-ধর্ম—ক্ষুধা তৃষ্ণা ভয় দুঃখ। কাহারো নাহিক-পাই পরানন্দসুখ।