কৃষ্ণদাস ও পরমেশ্বরী-দাসের গোপালভাব—
কৃষ্ণদাস পরমেশ্বরী-দাস দুইজন।
গোপালভাবে ‘হৈ হৈ করে অনুক্ষণ।
শ্রীপরমেশ্বরীদাস ও শ্রীকৃষ্ণদাস—উভয়েই শ্রীনিত্যানন্দপ্রভুর সেবক। সুতরাং তাঁহাদের যে গোপালভাব, তাহা ব্রজের দ্বাদশ-গোপালের ভাব জানিতে হইবে, কৃষ্ণগোপালভাব নহে। গত আত্মীয়-প্রতীতিই—ভাব, বহিঃসজ্জা ‘ভাব’-শব্দ-বাচ্য নহে; সুতরাং সখীভেকী, গোপাল-ভেকী প্রভৃতি অজ্ঞজনের ক্রিয়াকলাপগুলিকে কেহ যেন ভক্ত্যঙ্গ বলিয়া মনে না করে। আবার, শ্রীগুরুদেবের চেষ্টাকে সাধারণ মর্ত্য-চেষ্টা জানিয়া অবিবেচনার হাতেও যেন না পড়েন।