বাসুদেব কান্দিতে কে আছে হেন জন। শুষ্ক কাষ্ঠ-পাষাণাদি করয়ে ক্রন্দন।
অচেতন পদার্থবৎ অতি কঠিনহৃদয় ব্যক্তিও বাসুদেবের আর্দ্রতা লক্ষ্য করিয়া ধৈর্য ধারণ করিতে অসমর্থ হইত।