শ্রীরঘুনাথ-বৈদ্যের রেবতী-ভাব—
রঘুনাথ-বৈদ্য-উপাধ্যায় মহামতি।
হইলেন মূর্তিমতী যে হেন রেবতী।
রেবতীর ভাবে বিভাবিত হইয়া শ্ৰীমদ্ রঘুনাথবৈদ্য চেষ্টা প্রদর্শন করিতে লাগিলেন। যাঁহারা শ্রীল জীবগোস্বামীর দুর্গম সঙ্গমনী আলোচনা করিয়াছেন, তাঁহারা জানেন যে, আশ্রয়বিগ্রহের সহিত অভিন্ন-বিচার সাধক বা সিদ্ধের করিবার সম্ভাবনা নাই। পরন্তু অপরের দৃষ্টিতে তাঁহারা ভগবদাশ্রয়বিগ্রহরূপে পরিদৃষ্ট হন। শ্রীরামদাসের গোপালের ভাব লইয়া ত্রিভঙ্গ হওয়া প্রভৃতি বিষয়বিগ্রহোচিত বিচার অনেকস্থলে অর্বাচীনগণকে বিপথগামী করায়। তজ্জন্যই শ্রীরামদাসের বিশেষণসূত্রে ‘বৈষ্ণবাগ্রগণ্য’ বলিয়া গ্রন্থকার অভিহিত করিয়াছেন, ‘বিষ্ণু’ বলিয়া লোকের ভ্রান্তি উৎপাদন করান নাই।