নিত্যসিদ্ধ অভিন্ন ব্রজ-জন গদাধরদাসের অপ্রাকৃত রাধিকাভাব-প্রকটন—
হইলা রাধিকাভাব—গদাধরদাসে।
‘দধি কে কিনিবে?’ বলি’ অট্ট অট্ট হাসে।
শ্রীগদাধরদাস গোপীভাবে প্রমত্ত হইয়া “কে দধি কিনিবে?” বলিয়া অট্ট অট্ট হাসিতে লাগিলেন। অর্বাচীন মূঢ় লোকেরা ‘ভাব’ শব্দের অর্থ সুষ্ঠুভাবে না জানিয়া শারীরিক বেষভূষাকে লক্ষ্য করিয়া সখীভেকী হইয়া পড়ে। বহিঃপ্রজ্ঞা-চালিত হইয়া জীবের এইপ্রকার দুর্গতি ভগবদ্ভক্তির অন্তরায়।