মহাপ্রভুর নিভৃতে নিত্যানন্দ-সহ আলাপ ও নিত্যানন্দকে গৌড়দেশে শুদ্ধভক্তি-প্রচারার্থ গমনে আদেশ—
একদিন শ্রীগৌরসুন্দর নরহরি। নিভৃতে বসিলা নিত্যানন্দ সঙ্গে করি’।