সদাই জপেন নাম—শ্রীকৃষ্ণচৈতন্য।
স্বপ্নেও নাহিক নিত্যানন্দ-মুখে অন্য।
শ্রীনিত্যানন্দ প্রভু সর্বক্ষণ ‘শ্রীকৃষ্ণচৈতন্য’ নাম জপ করিতেন। শ্রীকৃষ্ণই শ্রীচৈতন্য এবং শ্রীচৈতন্যবিগ্রহ শ্রীকৃষ্ণের বিমুখ জনগণের চেতনোৎপাদিকা শ্রীমূর্তি ও শ্রীকৃষ্ণবাণী-প্রচারক। শ্রীনিত্যানন্দ প্রভু জাগ্রত ও নিদ্রাকালে ‘শ্রীচৈতন্য’ ব্যতীত অন্য শব্দ উচ্চারণ করিতেন না।