রাজার প্রতি আদেশঃ—প্রচ্ছন্নাবতারী আমাকে আমার প্ৰকটকালে
প্রচার করিবে না—
সবে এক বাক্য মাত্র পালিবে আমার।
মোরে না করিবা তুমি কোথাও প্রচার।
শ্রীগৌরসুন্দর রাজা প্রতাপরুদ্রকে বলিলেন,—‘আমার প্রতি তোমার যে বর্তমান উপলব্ধি, উহা কাহাকেও প্রকাশ করিও না; যদি তুমি প্রকাশ কর, তাহা হইলে আমি এস্থান হইতে চলিয়া যাইব।