প্রভুর উক্তি—রায়রামানন্দ, সার্বভৌম ও প্রতাপরুদ্রের জন্যই—প্রভুর নীলাচলে আগমন—
তুমি, সার্বভৌম, আর রামানন্দরায়। তিনের নিমিত্ত মুঞি আইলুঁ এথায়।