প্রভু বলে,—“কৃষ্ণভক্তি হউক তোমার।
কৃষ্ণকার্য বিনা তুমি না করিবা আর।
রাজা প্রতাপরুদ্রের প্রশ্রয়াবনতি ও স্তবাদি শ্রবণ করিয়া শ্রীগৌরসুন্দর রাজাকে ‘কৃষ্ণভক্তি হউক’ বলিয়া আশীর্বাদ করিলেন। কৃষ্ণসেবা ব্যতীত জীবের যখন অন্য কোন কৃত্য নাই; তখন সকল কার্যের মুখ্য উদ্দেশ্যই কৃষ্ণসেবা এবং কৃষ্ণসেবার উদ্দেশ্যেই যাবতীয় কার্য করিবার জন্য মহাপ্রভু রাজাকে আশীর্বাদ করিলেন।