রাজার প্রভুর শ্রীচরণ-ধারণপূর্বক ক্রন্দন ও কাকুবাদ—
শ্রীহস্ত-পরশে রাজা পাইল চেতন। প্রভুর চরণ ধরি’ করেন ক্রন্দন।