Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 166

Language: বাংলা
Language: English Translation
  • ঈশ্বর মায়ায় রাজা মর্ম নাহি জানে।।
    সেই প্রভু জানাইতে লাগিলা আপনে
    ।।১৬৬।।

    প্রতাপরুদ্রের প্রাক্তন কৃষ্ণ-বৈমুখ্যক্রমে যে-সকল অপরাধ ছিল, তাহা ভগবদ্দর্শনকালে বিদূরিত হইলে ও স্বীয় ইন্দ্রিয়জ জ্ঞানের উপর তিনি অধিক নির্ভর করায় তিনি নিজ-বিচারে শ্রীগৌরসুন্দরেকে দর্শন করিয়া ‘কৃষ্ণ’ বলিয়া বুঝিতে পারেন নাই, —ভক্ত’মাত্র জ্ঞান করিয়া শ্রীচৈতন্যের প্রতি সন্দিহান হইয়াছিলেন। কৃষ্ণমায়ায় তাঁহার বিচার বিবর্তগ্রস্ত হইয়াছিল। তাঁহাকে কৃপা করিবার জন্য শ্রীজগন্নাথ তাঁহার নিকট স্বপ্নে উপস্থিত হইলেন। তাহাতে রাজা বিশেষ অনুতপ্ত হইয়া স্বীয় অপরাধ ক্ষমাপণ করাইয়া লন।

Page execution time: 0.0591449737549 sec