অন্তৱাল হইতে রাজার প্রভুর নৃত্য ও অদ্ভুত প্রেমোন্মাদ-দর্শন—
আড়ে থাকি' দেখে রাজা নৃত্য করে প্রভু। পরম অদ্ভুত! যাহা নাহি দেখি কভু।
আড়ালে থাকিয়া আত্মগোপনপূর্বক প্রভুর নিকট উপস্থিত না হইয়া নর্তনশীল গৌরসুন্দরকে দর্শন করিলেন।