সেইক্ষণে শুনি’ মাত্র নৃপতি প্রতাপ।কটক ছাড়িয়া আইলেন জগন্নাথ।
গঙ্গাবংশীয় সম্রাট শ্রীপ্রতাপরুদ্র শ্রীমহাপ্রভুর প্রকটকালে স্বীয় রাজধানী কটকে বাস করিতেন। শ্রীগৌরসুন্দরের কথা শুনিয়া তিনি কটক হইতে পুরীতে আসিলেন।