ভাগবতে সুশিক্ষিত বিপ্রের প্রভু-দর্শনে ভাগবত-পাঠ—
সেই বিপ্র বড় সুশিক্ষিত ভাগবতে। প্রভু দেখি’ ভাগবত লাগিলা পড়িতে।