প্রভুর বরাহনগরে জনৈক ব্রাহ্মণ-গৃহে আগমন —
তবে প্রভু আইলেন বরাহনগরে। মহাভাগ্যবন্ত এক ব্রাহ্মণের ঘরে।
এক ব্রাহ্মণের ঘরে—এই ব্রাহ্মণের নাম শ্রীরঘুনাথ ভাগবতাচার্য। বিস্তৃত বিবরণ শ্রীচৈতন্যচরিতামৃত, আদি ১০/ ১১৩ সংখ্যার অনুভাষ্যে দ্রষ্টব্য।