যাঁহার সেবকের নাম-স্মরণমাত্রই সর্ববিঘ্ন বিনাশ হয়,সেই প্রভুর আবার ভয় কোথায়—
যাঁ’র সেবকের নাম করিলে স্মরণ। সর্ববিঘ্ন দূর হয়, খণ্ডয়ে বন্ধন।