‘রাজার নিকট-গ্রামে কি কার্য রহিয়া।
এই কথা সবে পাঠাইলেন কহিয়া।”
রাজধানীতে সন্ন্যাসী বহু-লোকের দ্বারা আদৃত হইয়া বাস করিলে মনোধৰ্মবশে অপর লোকের পরামর্শমতে রাজার চিত্ত বিরুদ্ধ-বিচার সম্পন্ন হইয়া কোন সময়ে তাঁহার প্রতি দৌরাত্ম্য করিতে পারে। এজন্য শ্রীগৌরসুন্দরের অন্যত্র চলিয়া যাওয়াই বাঞ্ছনীয় বলিয়া সকলে বিবেচনা করিলেন।