প্রভুর অপরের কোনও কথা শ্রবণের বিন্দুমাত্রও অবসরনাই দেখিয়া ব্রাহ্মণের প্রভুর গণ-সমীপে সজ্জনগণের পরামর্শ জ্ঞাপন—
প্রভু সঙ্গে কথা কহিবারে নাহি ক্ষণ। ভক্তবর্গ-স্থানে কথা কহিল ব্রাহ্মণ।