অন্য-জন-সহিত কথার কোন্ দায়?
নিজ পারিষদেই সম্ভাষা নাহি পায়।
মহাপ্রভুর নিজের অন্তরঙ্গ ব্যক্তি পর্যন্ত অনেকেই তাঁহার সহিত আলাপ করিবার সময় পাইতেন না। শ্রীগৌরসুন্দর সর্বক্ষণ স্বয়ং কীর্তনে ও অপরকে কীর্তনে উৎসাহদানে দিবারাত্রি যাপন করিতেন। সুতরাং বাহিরের কোন ব্যক্তি তাঁহাকে পরামর্শ দিবার সময় পাইতেন না।