শ্রীমহাপ্রভুর যথেচ্ছ বিহার ও সংকীর্তনাদিতে কোনও প্রকার বাধা প্রদত্ত না হয়, তজ্জন্য বাদসাহের সর্বত্র আদেশ-প্রদান—
রাজা বলে,—“এই মুঞি বলিলু সবারে। কেহ যদি উপদ্রব করয়ে তাহারে।