Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 59

Language: বাংলা
Language: English Translation
  • প্রভুর সহিত বাদসা-কর্তৃক আত্মতুলনামূলে প্রভুর পরমেশ্বর স্থাপন—

     ছয় মাস আজি আমি জীবিকা না দিলে।
    নানা যুক্তি করিবেক সেকব সকলে

    মহাপ্রভু-দর্শনে সন্দেহ উপস্থিত হওয়ায় যবনরাজ কেশব-খাঁ নামক জনৈক কর্মচারীকে প্রভুর বিষয় জিজ্ঞাসা করিলেন। তদুত্তরে কেশব বলিলেন,—“মহাপ্রভু একজন বিদেশবাসী ও গরীব।’’ তদুত্তরে হোসেন সা বলিলেন,—“আমি যদি কর্মচারিগণকে ছয়মাস বেতন বন্ধ করিয়া দিই, তাহা হইলে তাহারা আমার প্রতি অনুরাগী থাকিবে না। কিন্তু এ ক্ষেত্রে দেখিতেছি যে, মহাপ্রভুর আজ্ঞায় তাঁহার সেবকগণ বিনা -বেতনে নিজেদের ভোজচ্ছাদন সংগ্রহ করিয়া তাঁহার সেবা ও আজ্ঞা পালন করিতে ব্যগ্রতা প্রকাশ করিতেছে। আমাদের রাজ্যের মধ্যেই আমাদের হুকুম পালিত হয়; কিন্তু তিনি বৈদেশিক হইলেও আমার রাজ্যেই তাঁহার আজ্ঞা সকলে পালন করিতেছে।’’

Page execution time: 0.0420708656311 sec