রামকেলিতে ৪/৫ দিবস গুপ্তভাবে স্থিতি—
গৌড়ের নিকটে গঙ্গাতীরে এক গ্রাম।
ব্রাহ্মণ-সমাজ—তার ‘রামকেলি’ নাম।
সেনবংশীয়গণের মালদহ জেলাস্থিত রাজধানীকে গৌড়ের রাজধানী বলিত। বর্তমানকালে এস্থানে গঙ্গা দূরে সরিয়া গিয়াছেন। এই গৌড়ের রাজধানী হইতে স্বল্প ব্যবধান মধ্যে ‘রামকেলি’-নামক গ্রাম। তথায় শ্রীসনাতন ও শ্রীরূপ গোস্বামী প্রভুদ্বয় বাস করিতেন।