অদ্বৈতাচার্য সেই শিবতত্ত্ব—কলিকালের অপরাধিগণ তাহা না বুঝিয়া শিবকে স্বতন্ত্র
পরমেশ্বর-রূপে স্থাপনপূর্বক পাষণ্ড-মধ্যে গণিত হয়—
তথাহি স্কন্দপুরাণে —
প্রথমং কেশবং পূজাং কৃত্ব দেবমহেশ্বরম্।
পূজনীয়া মহাভক্ত্যা যে চান্যে সন্তি দেবতাঃ।
অনুবাদ। সর্বপ্রথমে সর্বকারণকারণ স্বয়ং ভগবান্ শ্রীকৃষ্ণের পূজা করিয়া দেবশ্রেষ্ঠ মহেশ্বরের পূজা করিবে। তদনন্তর অন্যান্য যে সকল দেবতা আছেন, পরমভক্তির সহিত তাঁহাদের পূজা করা কর্তব্য।