তথাহি (ভাঃ ৪ /৪/১৪)
যদ্দ্ব্যক্ষরং নাম গিরেরিতং নৃণাং
সকৃৎ প্রসঙ্গাদষমাশু হন্তি তৎ।
পবিত্রকীর্তি তমলঙ্ঘ্যশাসনং
ভবানহো দ্বেষ্টি শিবং শিবেতরঃ।
অনুবাদ। যাঁহার ‘শিব’ এই দ্ব্যক্ষরাত্মক নাম কেবল কথাচ্ছলেও বাগিন্দ্রয়ের দ্বারা একবার মাত্র উচ্চারিত হইলে মনুষ্যের সর্ববিধ পাপ আশু বিনষ্ট হয়, যাঁহার শাসন অলঙ্ঘ্য ও যাঁহার যশ পরম পবিত্র, আপনি সেই মঙ্গলস্বরূপ শিবের দ্বেষ করিতেছেন। আহো ! আপনি সাক্ষাৎ অমঙ্গলস্বরূপ।